আঞ্চলিক

নগরীতে যুবককে কুপিয়ে জখম পা কর্তন ও গুলি বর্ষণ

 নিউজ ডেস্ক ১৩ ডিসেম্বর ২০২৪ , ৫:১৬:১৪ খুলনার চিত্র

নগরীর জিরো পয়েন্ট এলাকায় রেজা শেখ (৩৮) নামের এক ব্যক্তিকে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। তার বাম পা খণ্ডিত এবং মাথায় আঘাত করা হয়। এ সময় সন্ত্রাসীরা ৪ রাউন্ড গুলি বর্ষণ করে বলে এলাকাবাসী জানায়। বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি ঘটে।
আহত রেজা লবণচরা থানার কৃষ্ণনগর গ্রামের সুলতান শেখের ছেলে। রাতেই স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজন বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জিরো পয়েন্ট মেসার্স সিকদার ফিলিং স্টেশনের সামনে ৫/৬ জন সন্ত্রাসী মোটর সাইকেল যোগে এসে অতর্কিত এ হামলা চালায়। তবে কি কারণে বা কারা এ হামলার সঙ্গে জড়িত তা পুলিশ জানাতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
এঘটনার সত্যতা নিশ্চিত করে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান জানান, রাত পৌনে ৮টার দিকে কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা এ হামলা চালায়। এ সময় রেজা শেখের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

আরও খবর 13

Sponsered content