নিউজ ডেস্ক ১৩ ডিসেম্বর ২০২৪ , ৫:৩৬:৫০ খুলনার চিত্র
দেশের নারী ক্রিকেটে ইতিহাস। প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে নারীদের তিন দিনের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। সাধারণত ছেলেদের প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেট লিগ আয়োজিত হয়ে আসছে এতদিন। এবার প্রমিলা বিসিএল আয়োজন করতে যাচ্ছে বিসিবি। তিন দিনের প্রথম শ্রেণির এই ম্যাচ মাঠে গড়াবে চলতি মাসের ২১ ডিসেম্বর থেকে।
এর আগে নারী ক্রিকেটারদের দুই দিনের ম্যাচ আয়োজন হতো। প্রথমবারের মতো এবার তিন দিনের ম্যাচ খেলার সুযোগ পেতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা। ছেলেদের মতোই চার দল নিয়ে অনুষ্ঠিত হবে নারীদের বিসিএল। দলগুলো হলো উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল।
খেলা অনুষ্ঠিত হবে রাজশাহীর দুই স্টেডিয়ামে। ২১ ডিসেম্বর রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে লড়বে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল। একইদিনে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে লড়বে মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল।
২৬ ডিসেম্বর থেকে দ্বিতীয় রাউন্ডে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে লড়বে দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল। একইদিনে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে লড়বে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল। আপাতত দুই রাউন্ডের সূচি প্রকাশ করেছে বিসিবি।
চার দলের স্কোয়াড- ইস্ট জোন: ফাহিমা খাতুন (অধিনায়ক), দিলারা আক্তার দোলা, শম্পা বিশ্বাস, শারমিন আক্তার সুপ্তা, সুরাইয়া আজমিন ছন্দা, নাসিমা খাতুন, সাবিকুন নাহার, তেজ নেহার, শরিফা খাতুন, খাদিজাতুল কুবরা, ফারজানা আক্তার ববি, দিপা খাতুন, জান্নাতুল ফেরদৌস তিথি ও আশরাফি ইয়াসমিন।
সেন্ট্রাল জোন: নিগার সুলতানা (অধিনায়ক), মুরশিদা খাতুন, পূজা চক্রবর্তী, স্বর্ণা আক্তার, ফারজানা আক্তার লিসা, দিশা বিশ্বাস, নাহিদা আক্তার, মুমতা হেনা শিখা, ফুয়ারা বেগম, লতা মন্ডল, শারমিন আক্তার, সুবর্ণা কর্মকার ও সাদিয়া ইসলাম।
নর্থ জোন: সোবহানা মোস্তারি (অধিনায়ক), ফারজানা হক পিংকী, ইশমা তানজিম, শারমিন সুলতানা, রিতু মনি, মিষ্টি রাণি সাহা, রচনা আক্তার, ফারিহা ইসলাম, লাকি খাতুন, ফাতেমা জাহান, মারুফা আক্তার, অচেনা জান্নাত, লাবনি আক্তার ও জান্নাতুল ফেরদৌস।
দক্ষিণ জোন: রাবেয়া (অধিনায়ক), শামিমা সুলতানা, বিথি পারভীন, রুবাইয়া হায়দার ঝিলিক, উন্নতি আক্তার, রুমানা আহমেদ, আয়শা রহমান, রুপা রায়, সালমা খাতুন, সুলতানা খাতুন, সানজিদা আক্তার, ফাতেমা তুজ জহুরা, লেকি চাকমা ও প্রীতি দাস।