নিউজ ডেস্ক ১৩ ডিসেম্বর ২০২৪ , ৫:৩৪:৫৬ খুলনার চিত্র
২০২৬ সালে ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজিত হবে উত্তর আমেরিকার তিন দেশ কানাডা, মেক্সিকো উ যুক্তরাষ্ট্রে। এর পরে পরিবর্তী দুই বিশ্বকাপ অর্থাৎ ২০৩০ এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আসর কোথায় বসবে সেটিও গতকাল জানিয়ে দিয়েছে বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থাটি। ২০৩০ সালে আয়োজক দেশ ছয়টি, স্পেন, পর্তুগাল ও মরক্কো এবং সেই সাথে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতেও ম্যাচ আয়োজিত হবে। আর ২০৩৪ বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব।
গতকাল ফিফা কংগ্রেসে ২০৩০ বিশ্বকাপে মূল আয়োজক হিসেবে স্পেন, পর্তুগাল ও মরক্কোর নাম ঘোষণা করা হয়েছে, আর বিশ্বকাপের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে একসাথে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আয়োজন করবে। এটি হবে ঐতিহাসিক, কারণ ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজন করেছিল উরুগুয়ে।
এদিকে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া ২০৩৪ বিশ্বকাপ সর্বকালের সেরা হবে বলে মন্তব্য করেছেন ক্রিসগচিয়ানো রোনালদো। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় রোনালদো খেলছেন সৌদি ক্লাব আল নাসেরের হয়ে। আল নাসেরে যোগ দেয়ার পর থেকেই সৌদি ফুটবলের প্রশংসা করছেন তিনি।
সৌদি ২০৩৪ বিশ্বকাপের আয়োজক স্বত্ব পাওয়ার পর রোনালদো বলেন, ‘২০৩৪ বিশ্বকাপ হবে সর্বকালের সেরা। এটা অসাধারণ। এখানকার অবকাঠামো, স্টেডিয়াম, ভক্তদের জন্য পরিবেশ এবং সবকিছু মিলিয়ে আমি যা দেখিছি, আমি আশ্বস্ত যে, সৌদির বিশ্বকাপ হবে বিশ্বকাপ ইতিহাসের সেরা।’
সৌদির ফুটবল দ্রুত এগোচ্ছে জানিয়ে রোনালদো বলেন, ‘সৌদির ফুটবল গত বছর খুব দ্রুত এগিয়েছে। পার্থক্য যদি দেখেন, এটা অসাধারণ। এই লিগে বিশ্বের সেরা সাত-আট ক্লাবের কয়েকটি আছে, যাদের হারানো কঠিন। খেলোয়াড়দেরও দ্রুত উন্নতি হয়েছে।’
সৌদির মানুষের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘অসাধারণ দেশ। সৌদির মানুষ খুব ভালো। প্রতি বছর তারা ফুটবল, বক্সিংসহ বড় বড় ইভেন্ট আয়োজন করে। আমার মনে হয়, এখানকার ফুটবলের সম্ভাবনা খুবই উজ্জ্বল। আমি এর অংশ হতে পেরে খুশি।’