নিউজ ডেস্ক ১৩ ডিসেম্বর ২০২৪ , ৫:৪২:২৯ খুলনার চিত্র
সার সংগ্রহ করতে চাষিদের চরম ভোগান্তি পোহানো এবং সার মিললেও বস্তাপ্রতি ক্ষেত্র বিশেষে অতিরিক্ত ৫০০ টাকা গুনতে হচ্ছে এবং শ্রমিক অসন্তোষের কারণে শ্রমিকদের কর্মবিরতির বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
এ সময় তিনি সারের বাজারে বিশৃঙ্খলা ও পোশাক খাতে অস্থিরতা বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সচিবদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজী আতাউর রহমান বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী যদি কোনো রাজনৈতিক নেতার অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপে সারের বাজারে বিশৃঙ্খলা চলে তবে তাদের তথ্য দেশবাসীকে অবহেলিত করে ওই দল ও তার নেতার বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
কোনো রাজনৈতিক দলের নেতাদের অবৈধ হস্তক্ষেপে কৃষক ও ডিলার যদি জিম্মি হয়ে পড়ে তবে কৃষকরা ওই রাজনৈতিক দল ও নেতার বিরুদ্ধে প্রতিবাদে মাঠে নামলে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সঙ্গে একমত ঘোষণা দিবে বলে জানান মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে প্রশাসন ও অন্যান্য রাজনৈতিক দলগুলো কৃষক এবং ডিলারদের জিম্মি করা ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবে।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছাহাক মোহাম্মদ আবুল খায়ের, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও কে এম আতিকুর রহমান প্রমুখ।