রাজনীতি

সাম্য ও মানবিক রাষ্ট্র গঠন করতে হবে : প্রিন্স

 নিউজ ডেস্ক ১৩ ডিসেম্বর ২০২৪ , ৫:৪১:২৮ খুলনার চিত্র

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তারুণ্যের জাগরণ তুলে সাম্য ও মানবিক রাষ্ট্র গঠন করতে হবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকায় তারুণ্যের উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।

এমরান সালেহ প্রিন্স বলেন, তারুণ্যের জাগরণে দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছিলেন। যে কারণে আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র সত্বেও জাতিকে ঐক্যবদ্ধ করে তিনি স্বনির্ভর বাংলাদেশ গড়ার মহাসড়কে দেশকে ওঠাতে পেরেছিলেন।

তিনি বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্ব চায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, শুধু শেখ পরিবারের সঙ্গে বন্ধুত্ব চায়। যে কারণে দেশে আওয়ামী লীগ বিরোধী মনোভাবের পাশাপাশি ভারতবিরোধী মনোভাব সৃষ্টি হয়েছে।

বর্তমান পরিস্থিতির উল্লেখ করে এমরান সালেহ প্রিন্স বলেন, ছাত্র জনতার গণবিপ্লবে হাসিনা সরকারের পতন ও পালায়নের পরও ভারতের কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে তারা হাসিনার পতন মেনে নিতে পারছে না। তিনি বলেন, ভারতে মিডিয়ার অসত্য প্রোপাগান্ডা বাংলাদেশবিরোধী তৎপরতা উসকে দিচ্ছে।ভারতের উগ্রবাদী শক্তি বাংলাদেশে তাদের তাঁবেদারকে পুনর্বাসনে অলীক কল্পনা করছে। যা শুধু অবাস্তবই নয়, আকাশ কুসুম কল্পনা।

এ রকম পরিস্থিতিতে বাংলাদেশে জাতীয় ঐক্য যখন অবশ্যম্ভাবী এবং অতি জরুরি এবং এই ঐক্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস যখন উদ্যোগী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তখন অন্তর্বর্তী সরকারের কারও কারও ভূমিকা জাতীয় ঐক্য বিরোধী বলে মনে হচ্ছে।

এক উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিএনপিসহ রাজনৈতিক সমূহ অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ নয়, সফল দেখতে চায়। সেজন্য আমরা সর্বাত্মক সমর্থন ও সহযোগীতা করে যাচ্ছি। কিন্তু রাজনৈতিক দলগুলো অন্তরর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চায়-বিদেশিদের উদ্দেশ্যে এমন বক্তব্য শুধু অরাজনৈক নয়, বানোয়াট ও ভিত্তিহীনও বটে। কেউ যদি নতুন রাজনৈতিক দল গঠন করতে চায়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে। শহীদ জিয়া একদলীয় ব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় রাজনীতি চালু করেছিলেন। তিনি বলেন, রাজনীতির ময়দানে লেভেল প্লেয়িং ফিল্ডে সুষ্ঠু রাজনীতি দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলায় বিশ্বাস করে বিএনপি।

এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোরশেদ আলম, ব্রাদার্স ক্লাব ভালুকার সভাপতি রাফি উল্লাহ চৌধুরী বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম আলী।

এর আগে দিনব্যাপী দেশীয় বিভিন্ন খেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেমিনার এবং আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । পরে এমরান সালেহ প্রিন্স বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ।

আরও খবর 2

Sponsered content