আঞ্চলিক

কেসিসি পরিচালিত ৬ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে প্রশাসকের মতবিনিময়

 নিউজ ডেস্ক ১৩ ডিসেম্বর ২০২৪ , ৫:১৮:৩৭ খুলনার চিত্র

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার মেধার দিক থেকে অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যতœবান হওয়ার জন্য কেসিসি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নির্দেশ দিয়েছেন। প্রতিটি শিক্ষার্থী যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিতে পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে বলে তিনি উলে­খ করেন।
কেসিসি প্রশাসক বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে কেসিসি পরিচালিত ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময়কালে এ নির্দেশনা প্রদান করেন। কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময়কালে তিনি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা, নিয়মিত মডেল টেস্ট গ্রহণ ও অভিভাবকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করাসহ পাঠদান চলাকালীন শিক্ষকদের কোচিং সেন্টার পরিচালনা করা থেকে বিরত থাকার নির্দেশ দেন। এছাড়া তিনি শিক্ষার গুণগত মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিদ্যালয়সমূহ পরিদর্শন করার জন্য নির্দেশ দেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম-সচিব) লস্কার তাজুল ইসলাম, সচিব শরীফ আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা আক্তার বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ তাসরিনা বেগম, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রোজিনা আক্তার, ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ইমরুল কায়েস, নয়াবাটী হাজী শরিয়ত উল­াহ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামান, দারুল কুরআন দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মোঃ এহসানুল হক, সিটি গার্লস স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জেসমিন নাহার মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

আরও খবর 13

Sponsered content