নিউজ ডেস্ক ১৩ ডিসেম্বর ২০২৪ , ৬:০১:২৮ খুলনার চিত্র
শিক্ষাক্ষেত্রে বৈষম্যমূলক পোষ্য কোটা বাতিল চেয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন ফেস্টুন হাতে নিয়ে ও মুখে টেপ লাগিয়ে নীরব প্রতিবাদ জানায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থীরা। এতে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মানববন্ধনে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা জানান, যে কোটার জন্য দুই হাজার মানুষ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বাধীন দেশে আবার কোটার বিরুদ্ধে দাঁড়াতে হওয়া সত্যিই লজ্জাজনক। বিশেষত শিক্ষাক্ষেত্রে এটি মেধার সঙ্গে সরাসরি সংঘাত। এ ধরনের বৈষম্য চব্বিশ-এর স্বাধীন বাংলাদেশে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মানববন্ধনে অংশগ্রহণ করা নোবিপ্রবি শিক্ষার্থী মাহমুদুল হাসান আরিফ বলেন, ‘পোষ্য কোটা দেশের মেধাবী তরুণদের যোগ্যতাকে অবমূল্যায়িত করে। এটি সমাজে বৈষম্য সৃষ্টি করে এবং প্রকৃত মেধার বিকাশে বাধা দেয়। পোষ্য কোটা নয়, বরং মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দিয়ে একটি ন্যায়ভিত্তিক ব্যবস্থা চালু করা উচিত। আমরা চাই, যোগ্যতার ভিত্তিতে প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হোক। আসুন, পোষ্য কোটা বাতিলের মাধ্যমে প্রকৃতপক্ষে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি। তেলা মাথায় তেল দেওয়া পোষ্য কোটা বাতিল চাই, করতে হবে!’