বিনোদন

‘ভেড়িয়া ২’-এ শ্রদ্ধা কাপুর

 নিউজ ডেস্ক ১৩ ডিসেম্বর ২০২৪ , ৫:৪৩:৪৯ খুলনার চিত্র

বলিউড তারকা শ্রদ্ধা কাপুর। অভিনয় ক্যারিয়ারের সেরা সময়ে আছেন তিনি। এ বছর মুক্তি পাওয়া তার একমাত্র সিনেমা ‘স্ত্রী ২’ দিয়ে ভারতীয় বক্স অফিসে ঝড় তুলেন তিনি। এবার তার ভাবনায় নতুন বছরের পরিকল্পনা।

শ্রদ্ধা বর্তমানে সৌদি আরবের জেদ্দায় আছেন। সেখানে অনুষ্ঠিত হওয়া রেড সি ফিল্ম ফেস্টিভালে অংশ নিয়েছেন এই নায়িকা। সেখানে ক্যারিয়ার নিয়ে নিজের পরিকল্পনা ও ‘দ্য ম্যাডক সুপার ন্যাচারাল ইউনিভার্স’ টিমের সিক্যুয়েল ‘ভেড়িয়া ২’ সিনেমায় অভিনয় নিয়ে কথা বলেন। সাক্ষাৎকারের শুরুতেই তিনি বলেন, ‘এ বছর আমার একটি মাত্র সিনেমা ‘স্ত্রী ২’ মুক্তি পায়। বক্স অফিস থেকে সফলতাও আসে ব্যাপক। যার কারণে আমার কনফিডেন্সও বেড়ে গেছে। তাই সামনে যে কাজগুলো করব, সেগুলো নিয়ে আমি অনেক বেশি সচেতন থাকব। কারণ আমার কাজগুলো নিয়ে দর্শকের প্রত্যাশা ক্রমেই বাড়ছে। তাদের কথা মাথায় রেখেই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হবো।’

এ সময় ‘ভেড়িয়া ২’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয়ের বিষয়ে শ্রদ্ধার কাছে জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন, ‘শুধু সময়ই বলবে যে, আমি ম্যাডক ফিল্ম ইউনিভার্সের অন্য কোনো সিনেমায় আবার ক্যামিও করব কি না। আমি এখনো এ বিষয়ে চিন্তা করিনি। যদি করি তাহলে জানাব।’ এর আগে ‘ভেড়িয়া’তে শ্রদ্ধাকে একটি গানে ক্যামিও চরিত্রে দেখা যায়। শ্রদ্ধার পরিকল্পনায় এখন নতুন বছর। ২০২৫ সালের জন্য তার হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। সিনেমাগুলোর নাম ঘোষণার পর শুটিং শুরু হবে নতুন বছরে।