স্বপ্নালোক-সাউন্ডবাংলা বই পুরস্কারের জন্য বই পাঠানোর আহবান জানানো হয়েছে।
সাহিত্য-সংস্কৃতির ছোট কাগজ ‘স্বপ্নালোক’ এবং প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান ‘সাউন্ডবাংলা’র যৌথ উদ্যেগে ‘বই পুরস্কার ২০২০’-এর জন্য আগ্রহী লেখকদেরকে নির্ধারিত ফরমপূরণ করে প্রকাশিত ২ কপি বই সহ ৩৩ তোপখানা রোড(নিচতলা), ঢাকা ১০০০; ০১৭১২৭৪০০১৫ ঠিকানায় ডাক যোগে অথবা সরাসরি ৩০ মার্চ-এর মধ্যে পাঠাতে হবে।
কলামিস্ট মোমিন মেহেদী ও কথাশিল্পী শান্তা ফারজানা নিবেদিত এই পুরস্কার হিসেবে গল্প/প্রবন্ধ, কবিতা/ছড়া/গান ও শিশুসাহিত্য ৩ টি বিভাগে পুরস্কার নগদ ৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। কোন রকম তদবির বা বিশেষ চেষ্টা বাতিল বলে গণ্য হবে।