আজ || শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  সাবেক ছাত্রলীগ ক্যাডার দুর্নীতিবাজ সাইফুলকে জেলা প্রশাসক পদ থেকে প্রত্যাহারের দাবি       টানা তিন জয়ে শ্রীলঙ্কাকে সিরিজ হারাল বাংলাদেশ       মৃত দাদির জন্য খাটিয়া বহনকালে ট্রাকের ধাক্কা, নাতিসহ নিহত ৩       বিএসএফের গুলিতে নিহত জয়ন্তর মরদেহ ফেরত       গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ       পরিকল্পনা বদলে শেখ হাসিনা ও তার পরিবারকে ৬টি প্লট দেয় রাজউক       পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু    
 


সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

রুপসা প্রতিনিধি : খুলনার সরকারি বঙ্গবন্ধু কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আজ ৯ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় কলেজের অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী মুহাম্মাদ তামিম হাসান লিওন এর সভাপতিত্বে ও মোঃ আনিসুর রহমান এবং ইবনে বিনতে বুশরা-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোজ কান্তি মন্ডল।

বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মাহমুদুল হোসেন, প্রফেসর গোপাল চন্দ্র মন্ডল, প্রফেসর বিকাশচন্দ্র রায়, উম্মে সালমা, জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সাইফ নেওয়াজ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আল শাহরিয়ার, মুহাম্মাদ ফরহাদ মোল্লা, বদরুজ্জামান, মোহাম্মদ রাহাত, রাফসান, মুহাম্মদ মিরাজ, ইমতিয়াজ ঢালী, সাজ্জাদ মল্লিক, তরিকুল ইসলাম, জি এম হাদিউজ্জামান, শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম রাজ, আব্দুর রহমান লালচান, মোঃ রাকিব, অনামিকা, বিউটি, নিশি,অলিদি আহমেদ, সাথী, নুসরাত ,মিরাজ, সাজিদ, রমজান, প্রমুখ।

অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফের ও আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


Top