• ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষা জাতীয়করণ ও শিক্ষার বৈষম্য নিরসনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

admin
প্রকাশিত জুন ২, ২০২২, ১৯:১৩ অপরাহ্ণ
শিক্ষা জাতীয়করণ ও শিক্ষার বৈষম্য নিরসনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রিজাউল করিম, সাতক্ষীরা প্রতিনিধি: শিক্ষা জাতীয়করণ ও শিক্ষার বৈষম্য নিরসনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখারর আয়োজনে বৃহস্প্রতিবার (০২ জুন) সকাল ১০ টায় জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখারর সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক বাসুদেব সিংহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্মসম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখারর সহ-সভাপতি অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আজিজুর রহমান, শিবপদ গাইন প্রমূখ।
বক্তারা বলেন, শিক্ষা খাতে উন্নয়ন করতে হলে শিক্ষা জাতীয়করণ ও শিক্ষার বৈষম্য নিরসন করতে হবে।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।