২০২২ সালের এইসএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের অধিনের ছয়টি কলেজ থেকে কেউ পাস করতে পারেনি। এসব কলেজগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
কলেজগুলো হচ্ছে, কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার গোরাপাড়ার হাজি নুরুল ইসলাম কলেজ। এ কলেজের পরীক্ষার্থী ছিল ৫ জন। শেখপাড়া রাহাতুন্নেসা গার্লস স্কুল এন্ড কলেজ শৈলকুপা ঝিনাইদহ। এ কলেজের পরীক্ষার্থী ছিল ৬ জন। সাউথবেঙ্গল কলেজ, কেশবপুর, যশোর এ কলেজের পরীক্ষার্থী ছিল ৩ জন। রাউতাড়া এইচএন সেকেন্ডারি স্কুল এন্ড কলেজ, মাগুরা,এ কলেজের পরীক্ষার্থী ছিল ২ জন। গোবরা মহিলা কলেজ, নড়াইল। এ কলেজের পরীক্ষার্থী ছিল ২ জন ও শিবরামপুর স্কুল এন্ড কলেজ মাগুরা এ কলেজের পরীর্ক্ষী ছিল ১ জন।
তবে এসব কলেজগুলো এমপিওভুক্ত নয় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক সমীর কুমার কুন্ডু। তিনি বলেন,এ ব্যর্থতার কারণে ওইসব কলেজকে শো’কজ করা হবে। যথাযথ জবাব দিতে না পারলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে। একই সাথে বোর্ডের অধিনে খুলনা বিভাগের ৩৯টি কলেজ থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে ।