যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
শুক্রবার মশ্মিমনগর ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী ৪ শত অসহায় পরিবারের মাঝে প্রতি ১০ কেজি চাউল এবং নগদ ২০ হাজার টাকা বিতরণ করলেন মশ্মিমনগর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন।
এসময় ট্যাগ অফিসার মোঃ দিদার-ই-খুদা এর উপস্থিতিতে বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, মশ্বিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক ইউসুফ আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
উপহার বিতরণকালে ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, প্রধানমন্ত্রীর উপহার আমি সততা ও নিষ্ঠার সাথে অতি দারিদ্রদের মাঝে বিতরণ করছি। এ ইউনিয়নের মানুষ না খেয়ে থাকবেন না। সবার কাছে একটিই অনুরোধ আপনারা ঘরে থাকুন। আমরা আপনার ঘরে খাবার পৌঁছে দিবো।