তালায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে উপজেলার মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
প্রধান শিক্ষক সমিতির আহবায়ক সূর্য্য পালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মুর্শিদা পারভীন পাপড়ি, উপজেলা শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান প্রমুখ। সভায় আরও উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর মো. আবু তাহের, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মুহা. ওবায়দুল্যাহিল আসলাম, মিজানুর রহমান, শচীন্দ্র নাথ বিশ্বাস ও ন¤্র কুমার মন্ডল, স্কাউট কমিশনার এনামুল হক ও সহকারি শিক্ষক সমিতির সভাপতি এম এ কাশেম। অতিথি বৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সমিতির যুগ্ম আহবায়ক উত্তম কুমার দাশ, প্রধান শিক্ষক আমিনুর রহমান, গাজী আবুল খায়ের ও নাজমা রহমান, সহকারি শিক্ষক সমাজের সভাপতি শাহিদুজ্জামান বিল্পব, আফজাল হোসেন প্রমুখ।
সভায় অতিথিবৃন্দ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিক ভাবে পাঠদান অব্যাহত রাখার আহবান জানান। শিক্ষকদের যে কোন সমস্যা সমাধানে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস কাজ করে যাবে বলেও অতিথিবৃন্দ আশ^স্ত করেন।