পাইকগাছা উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) প্রকল্পের আওতায় ট্রাফিক আইন বাস্তবায়ন ও যানবাহনে নারীর প্রতি সহিংসতা রোধে যানবাহন চালক শ্রমিকদের ৩দিন ব্যাপী ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে দ্বিতীয় দিনের ওরিয়েন্টশনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার খান মোহাঃ আলমগীর, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস ও সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ। ৯ থেকে ১১ মার্চ অনুষ্ঠিত ৩ দিনের ওরিয়েন্টশনে ১২০জন যানবাহন চালক ও শ্রমিক অংশগ্রহণ করে।