সাতক্ষীরার তালায় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ম্যানের আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণমালা উৎসব।
শনিবার (৫ মার্চ) বেলা ১১টায় শহীদ আলী আহম্মদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই উৎসবের আয়োজন করে সংগঠনটি।
উৎসবে বর্ণ নিয়ে খেলা, কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তিতে অংশ নেন শিক্ষার্থীরা।
এতে কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে অর্পিতা মণ্ডল , দ্বিতীয় হয়েছে গালিব ও তৃতীয় হয়েছে ঐশী সুলতানা বৃষ্টি এবং উপস্থিত বক্তৃতায় প্রথম হয়েছে মরিয়ম জাহান সাবা, দ্বিতীয় হয়েছে মায়েশা জেরিন ও তৃতীয় হয়েছে কামরুন নাহার রুশা।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
গ্রীন ম্যানের প্রতিষ্ঠাতা ইমরান রাব্বির সঞ্চালনায় বর্ণমালা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি, শহীদ আলী আহম্মদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, সিনিয়র শিক্ষক মুমতাহিনা মুক্তি প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন গ্রীন ম্যানের সিনিয়র সদস্য মেহেদী হাসান সজীব, সুজয় চক্রবর্ত্তী, মেহেদী হাসান রাহাত প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫২’র ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। সর্বত্র মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।