করোনাভাইরাসের (কোভিড-১৯) ফলে বাংলাদেশে উদ্ভুত পরিস্থিতিতে হতদরিদ্র, প্রান্তিকজনগোষ্ঠী ও খেটে-খাওয়া মানুষের সহায়তার জন্য তালা উপজেলা ত্রাণ তহবিলে তালা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে ৭৮২০০ টাকা টাকা অনুদান দিয়েছে।
বুধবার, (০৮ এপ্রিল- ) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের কাছে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান টাকা জমা দেয়।
সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন,ইতোপূর্বে আরো তিন ধাপে অনুদান দেয়া হয়েছে। আমরা ইউএনও স্যারের কাজে সামান্য সহযোগিতা করতে পেরে আনন্দিত। তালা উপজেলাকে করোনামুক্ত রাখতে সকলে সহযোগিতা করুন। ঘরে থাকুন, সুস্থ্য থাকুন, অন্যকেও সুস্থ্য রাখুন।