তালায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধুর উদ্যোগে ছোটবন্ধুদের মাঝে ফলজ, বনজ ও ঔষধু বৃক্ষ উপহার প্রদান করা হয়েছে।
সোমবার (২২ আগস্ট) বেলা ১১টায় ৭৩ নং আটারই বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন ছোটবন্ধুর মাঝে এ উপহার প্রদান করা হয়। উপহার পেয়ে ৫ম শ্রেণির ছোটবন্ধু মেহেজাবুল হক মাহিম অনুভূতি প্রকাশ করে বলে- গাছ আমাদের বেঁচে থাকতে অক্সিজেন দেয়, জ¦ালানি হিসাবে কাঠ দেয়। গাছ পেয়ে আজ আমি খুশি। চতুর্থ শ্রেণির ছোটবন্ধু মরিয়াম সুলতানা মোহনা বলে- বড়বন্ধুদের উপহারের বৃক্ষ বাড়িতে রোপন করবো, যতœ নিবো।
৭৩ নং আটারই বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন- আমরা বন্ধু সংগঠনের বৃক্ষ পেয়ে বিদ্যালয়ের শিশুরা খুব খুশি। আমাদের সকলের উচিত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বেশি বেশি বৃক্ষ রোপন করা। আমি এমন কার্যক্রমের জন্য আমরা বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি। এসময় বিদ্যালয়ের সহকারি শিক্ষক সেলিনা সুলতানা, মো. মিজানুর রহমান, আরিফা সুলতানা, আমরা বন্ধু তালা উপজেলা টিমের সদস্য তাপস সরকার, প্রান্ত, সুমন, লিমা, অর্ক, তৈবুর, আশিকুর রহমান, ইয়াকুব্বার প্রমুখ উপস্থিত ছিলেন।