• ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তালায় আর্সেনিক রুগীদের সচেতনতা সৃষ্টি ও চিকিৎসা ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ১৩:৩৪ অপরাহ্ণ
তালায় আর্সেনিক রুগীদের সচেতনতা সৃষ্টি ও চিকিৎসা ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ::
সাতক্ষীরার তালায় আর্সেনিক রুগীদের সচেতনতা সৃষ্টি ও চিকিৎসা ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়নে সাতক্ষীরা নবজীবন এর উদ্যোগে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরে প্রকল্প পরিচালক জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হোসেনুর রহমান, সাতক্ষীরা উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, তালা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রাজিব সরদার, উপজেলা সমাজসেবা অফিসার সুমনা শারমিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মফিজুল রহমান। এসময় উপস্থিত ছিলেন ফিল্ড মনিটরিং অফিসার মোঃ দেলোয়ার হোসেন মিজানুর রহমান, ফিল্ড সুপার ভাইজার এনামুল ইসলাম প্রমূখ। কর্মশালায় ৪০ জনকে ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।
এ সময় বক্তারা প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। আসের্নিক মুক্ত নিরাপদ পানি পান করার পরামর্শ দেন।