• ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তালা মহিলা কলেজ থেকে ঢাবিতে চান্স পেয়েছে সামিয়া ও প্রজ্ঞা

admin
প্রকাশিত জুলাই ২, ২০২২, ১৪:৪৩ অপরাহ্ণ
তালা মহিলা কলেজ থেকে ঢাবিতে চান্স পেয়েছে সামিয়া ও প্রজ্ঞা

তালা মহিলা কলেজ থেকে দুই অদম্য শিক্ষার্থী সামিয়া ও প্রজ্ঞা এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। তারা দুজনই মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।

তালা উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলামের মেয়ে সামিয়া ইফফাত ৩৪৩ মেধা তালিকা নিয়ে ঢাবিতে চান্স পেয়েছেন। তার প্রাপ্ত নম্বর ৭৯.৫।খুলনার ডুমুরিয়া উপজেলার বৈঠাহারা গ্রামের দিলিপ চন্দ্র মন্ডলের মেয়ে প্রজ্ঞা পারুমিতা মন্ডল ৮৮৪ মেধা তালিকা নিয়ে ঢাবিতে চান্স পেয়েছেন।

এ বিষয়ে তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কলেজের দুই কৃতি ছাত্রী সামিয়া ও প্রজ্ঞা সাফল্যের সহিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উর্ত্তীণ হয়েছে। আমরা সবাই খুব খুশি হয়েছি। আমরা চাই তারা পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে দেশ দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবে।