প্রতি বছর জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণিতে প্রতিযোগিতার ভিত্তিতে শ্রেষ্ঠত্ব নির্বাচিত করে জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্যাপন কমিটি। তবে করোনা সংক্রমণের কারণে ২০২০ ও ২০২১ সালে এ প্রতিযোগিতা হয়নি। গত বুধবার (২৯ জুন) বিকালে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্যাপন কমিটি নির্বাচিতদের নামের তালিকা প্রকাশ করে।
এ বছর তালা উপজেলা থেকে জতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার পেলেন যারা- উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ক্যাটাগরিতে স্কুল পর্যায়ে তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মহিনুর ইসলাম, কলেজ পর্যায়ে কুমিরা মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক জয়দের কুমার সাহা, মাদ্রাসা পর্যায়ে আগোলঝাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো. মারুফুল হক নির্বাচিত হয়েছেন।
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী ক্যাটাগরিতে তালা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মরিয়ম জাহান সাবা, কলেজ পর্যায়ে শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী রাহুল হালদার নির্বাচিত হয়েছেন।
উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ক্যাটাগরিতে স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন পাটকেলঘাটা আদর্শ উচ্চ ািবদ্যালয়ের শেখ আব্দুল হাই, মাদ্রাসা পর্যায়ে তালা ফাযিল ডিগ্রী মাদ্রাসার আবুল ফজল মো. নুরুল্লাহ, কলেজ পর্যায়ে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম।
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে স্কুল পর্যায়ে কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কলেজ পর্যায়ে তালা মহিলা ডিগ্রী কলেজ নির্বাচিত হয়েছে।
এছাড়া শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসাবে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর হোসেন, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ হিসাবে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট গ্রুপ এবং শ্রেষ্ঠ স্কাউট হিসাবে তালা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মায়িশা জেরিন নির্বাচিত হয়েছেন।
সাংস্কৃতিক কারিকুলামের মধ্যে ছিল কেরাতপাঠ, হামদ/নাত, বাংলা রচনা, ইংরেজি রচনা প্রতিযোগিতা, ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতা, বাংলা কবিতা আবৃত্তি, বিতর্ক (একক), দেশাত্মবোধক গান, রবীন্দ্র ও নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত, লোকসংগীত (ভাওয়াইয়া, ভাটিয়ালি, পল্লীগীতি, লালনগীতি), জারি গান (দলভিত্তিক), নির্ধারিত বক্তৃতা, নৃত্য (উচ্চাঙ্গ) ও লোকনৃত্য।