• ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কেশবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১শত শিক্ষার্থীর মাঝে ৫ লাখ টাকা শিক্ষাবৃত্তি বিতরণ 

admin
প্রকাশিত মে ১৪, ২০২০, ২১:১৮ অপরাহ্ণ
কেশবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১শত শিক্ষার্থীর মাঝে ৫ লাখ টাকা শিক্ষাবৃত্তি বিতরণ 

কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ১০১৯-২০ অর্থ বছরে বড় পাথরা মৎস্যজীবি সমবায় সমিতির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১ শত জন শিক্ষার্থীর  মাঝে ৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ, ক্রিড়া ও সাংকৃতিক সামগ্রী এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে  শিক্ষাবৃত্তি, শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ, ক্রিড়া ও সাংকৃতিক উপকরণ এবং বাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সিএ আব্দুস সালাম, বড় পাথরা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মনোহর গাইন, প্রভাষক জয়দেব বৈরাগ্য, সমিতির সহ-সভাপতি বলয় চন্দ্র বিশ্বাস প্রমুখ।