কলারোয়ায় জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’- প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র্যালিট শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা
নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস।
উপজেলা নির্বাচন অফিস আয়োজিত র্যালি ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা অমল কান্তি সরকার, উপজেলা শিক্ষা অফিসার মোজাফ্ফর উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, সমবায় অফিসার নওশের আলী প্রমুখ।