• ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা স্থগিত

admin
প্রকাশিত মার্চ ২২, ২০২০, ১৫:৪৩ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষা স্থগিত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২২ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এ তথ‌্য নিশ্চিত করেছেন।

নতুন রুটিন এপ্রিল জানানো হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এর আগে রোববার (২২ মার্চ) ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম ২৮ মার্চ পর্যন্ত অনিবার্য কারণে স্থগিত করা হল। পরীক্ষার্থীদের নিজ বাসায় থেকে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা হয়েছে।