• ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

উত্তরণের বাস্তবায়নে নিয়োগ কর্তাদের সাথে শিশুদের কথা শোনা বিষয়ক সভা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২২, ২০:০৬ অপরাহ্ণ
উত্তরণের বাস্তবায়নে নিয়োগ কর্তাদের সাথে শিশুদের কথা শোনা বিষয়ক সভা

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে উত্তরণের বাস্তবায়নে দাতা সংস্থা এডুকো এর আর্থিক সহাতায় (From work to school: education, training and protection for children in hazardous child labor in the coastal areas of Bangladesh) প্রকল্পের আওতায় দায়িত্ব বাহক,জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং নিয়োগ কর্তাদের সাথে শিশুদের কথা শোনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিজ মিয়া। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বারসিক এনজিও কর্মকর্তা মোঃ আল ইমরান এবং কাশিমাড়ী,বুড়িগোয়ালিনি ও মুন্সিগঞ্জ ইউনিয়নের ওয়ার্ড মেম্বর ও গাবুরা ইউনিয়নের ইউপি সচিব। এ সময় কাশিমাড়ী,বুড়িগোয়ালিনি, মুন্সিগঞ্জ ও গাবুরা ইউনিয়নের ৪ টি ব্রিজ স্কুলের শিক্ষার্থী,অভিভাবক,শিশু সুরক্ষা কমিটির সদস্য ও স্কুল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপারিশ করেন, যে সকল শিশু উত্তরণের ব্রীজ স্কুলে লেখাপড়া করছে তাদেরকে ৫ম শ্রেণি সমাপ্ত করে সার্টিফিকেট প্রদান পূর্বক শ্যামনগরের মুন্সিগঞ্জে সরকারী ভাবে প্রতিষ্ঠিত টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে ভর্তির ব্যবস্থা করতে পারলে এই সকল ঝরে পড়া শিশুরা শিক্ষার পাশাপাশি টেকনিক্যাল জ্ঞান অর্জন করতে পারবে। টেকনিক্যাল কলেজে কোন খরচ নাই বরং তারা সরকারীভাবে ভাতা পাবে। এর ফলে তাদের শিক্ষা এবং কারিগরি জ্ঞান উভয়ই অর্জন হবে।