জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য’র উপর কাপুরষোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ সহকারি মাধ্যমিক শিক্ষক সমিতি।
বেলা ১১টায় সাতক্ষীরা খুলনা মহাসড়কের সরকারি উচ্চ বিদ্যালয় ফটকের সামনে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, হারাধন আইচ, রবিউল ইসলাম, গাজী মোমিন উদ্দীন, শ্যামল কুমার দাশ, আব্দুর রউফ, দিব্যেন্দু সরকার, মোস্তাফিজুর রহমান, হেমন্ত কুমার সরদার, ইয়াহিয়া ইকবাল, শারমিন সুলতানা, বাবলু স্বর্ণকার, মামুনুর রশিদ প্রমুখ। #