রিয়াদ হোসেন:
সাতক্ষীরার তালায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি গঠন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় সুজনসাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক চেয়ারম্যান প্রধান শিক্ষক এস.এম লিয়াকত হোসেনের সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়।
১৫০ জন প্রধান শিক্ষকের উপস্থিতিতে ৭১ সদস্য বিশিষ্ট তালা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি গঠন করা হয়।
উপস্থিত সকল প্রধান শিক্ষকদের প্রস্তাব ও সমার্থনে সর্বসম্মতিক্রমে তালা উপজেলার চোমরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলামকে সভাপতি এবং দক্ষিণ বারইিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন সাধারন সম্পাদক নির্বাচিত হন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, চন্ডিদাস হাজরা,শেখ মিজানুর রহমান,খান জহুরুল ইসলাম,আজহারুল ইসলাম,সরকার নিহার রঞ্জন,সমীরন সরকার,মোড়ল আব্দুর সাত্তার,আব্দুর রকিব,আনজুয়ারা,নাজিমা,সুলতানা নুরুল আমিন,মোস্তাফিজুর রহমান সুজন প্রমুখ|