আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ       ড. ইউনূসের দুর্নীতি মামলা তুলে নেওয়া আইনসম্মত কি না, শুনানির নতুন তারিখ       আমি ও সালমান আন্দোলনের পক্ষে ছিলাম : আদালতে আনিসুল হক       পাইকগাছার ১৩ গ্রামের বেশিরভাগ কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে       ৩৫২ আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হচ্ছে       হজের প্রাথমিক নিবন্ধন শুরু পহেলা সেপ্টেম্বর       টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি, বাড়ছে খাদ্য সংকট    
 


তালার সন্তান রংপুরের তাজহাট থানার ওসি রোকনুজ্জামান করোনায় আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামানসহ ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব প্রধান ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেছেন।

রংপুর সিভিল সার্জন দফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত রংপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ৫শ’ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৫১৬ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে পুলিশ র‌্যাব রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্স এর সংখ্যা সবচেয়ে বেশি।

এদিকে রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার জানিয়েছেন, তাজহাট থানার ওসি রোকনুজ্জামান করোনায় আক্রান্ত হওয়ার পর থানাটি লকডাউন করার ব্যাপারে মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে তাজহাট থানার একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ওসির করোনা শনাক্ত হওয়ার পর তার সঙ্গে যেসব পুলিশ কর্মকর্তা ঘনিষ্ঠভাবে কাজ করতেন তাদের আইসোলেশনে রাখা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান সাতক্ষীরা তালা উপজেলার মহন্দি নলতা গ্রামে সন্তান।


Top