• ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তালায় বাল্য বিয়ে বন্ধ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২০, ১৯:০০ অপরাহ্ণ
তালায় বাল্য বিয়ে বন্ধ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সাতক্ষীরার তালায় অপ্রাপ্ত মেয়েকে বিবাহ করার অপরাধে হিরো মোড়লকে (২১) নগদ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন এ আদেশ দেন। জানাযায়,তালা সদর ইউনিয়নের বারুইহাটি গ্রামে মিজানুর রহমান মোড়লের মেয়ে (১৭) সাথে আটারই গ্রামের মৃত মিজানুর রহমান মোড়লের ছেলে হিরো মোড়লের সাথে বুধবার দুপুরে বিবাহের আয়োজন করেন। খবর পেয়ে তালা থানা পুলিশ তাদেরকে আটক করে।

পরে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ ইকবাল হোসেন ভ্রাম্যমান আদালত বসিয়ে ছেলে হিরো মোড়লকে অপ্রাপ্ত মেয়ে বিবাহ নিরোধ আইনে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন।