আজ || শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  সাবেক ছাত্রলীগ ক্যাডার দুর্নীতিবাজ সাইফুলকে জেলা প্রশাসক পদ থেকে প্রত্যাহারের দাবি       টানা তিন জয়ে শ্রীলঙ্কাকে সিরিজ হারাল বাংলাদেশ       মৃত দাদির জন্য খাটিয়া বহনকালে ট্রাকের ধাক্কা, নাতিসহ নিহত ৩       বিএসএফের গুলিতে নিহত জয়ন্তর মরদেহ ফেরত       গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ       পরিকল্পনা বদলে শেখ হাসিনা ও তার পরিবারকে ৬টি প্লট দেয় রাজউক       পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু    
 


যশোরে কোটা বিরোধী আন্দোলনে হামলা, আহত ২০

খবর প্রতিবেদন: যশোরে কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এ ঘটনায় ২০ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ডিসি অফিস কালেক্টরেট চত্বরে এ হামলার ঘটনা ঘটে।

এদিন সকালে শহরের দড়াটানা ভৈরব চত্বরে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা ও পতাকা অবমাননার দাবিতে মুক্তিযোদ্ধারা সমাবেশ করে। এরপর তারা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন। তাদের সাথে ছিলো মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মীরা। ডিসি অফিস থেকে নেমে আসার সময় কালেক্টরেট চত্বরে উপস্থিত হয় কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মীরা তাদের দেখে উত্তেজিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া করে। এসময় তারা বাঁশ, লাঠি ও লোহার রড় দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করে। এতে আন্দোলনরত ২০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে তারা দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করে ও জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়। খবর পেয়ে থানা পুলিশের একদল ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীর ওপর হামলার খবর শুনে ফোর্স পাঠানো হয়। তবে তারা কালেক্টরেট চত্বরে এসে কাউকে পায়নি। এ বিষয়ে তারা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।


Top