• ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৩, ১৭:৩৫ অপরাহ্ণ
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ ১৫ আগস্ট সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ২০২৩ পালিত হয়েছে। বিদ্যালয় প্রাঙন থেকে সকালে শিক্ষক ও শিক্ষার্থীরা খুলনা রোডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করতে র‍্যালি বের হয়। এরপর বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বক্তৃতা, বুক রিভিউ এর উপর রচনা প্রতিযোগিতা ও হামদ নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোকপাত করা হয়। এতে প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দীন এর উপস্থাপনায় বক্তৃতা করেন ছাত্রদের মধ্যে সুদীপ্ত দেবনাথ, অরিত্রমোহন সরকার, তাহমিদ রহমান, শামিউল হাসান, শিক্ষকদের মধ্যে শাহাদাত হোসেন, জিএম আলতাফ হোসেন, সহকারী প্রধান শিক্ষক মতিউর রহমান, আবুল হাসান প্রমুখ। সব শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শাহাদতবরণকারী সবার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আবুল কালাম আযাদ।