স্টাফ রিপোর্টারঃ
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা আজ তালার প্রাণকেন্দ্রে অবস্থিত তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৪টি বিষয়ে তিনটি শাখায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিষয়গুলি হল ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ। প্রতিযোগিতায় তালা মহিলা কলেজ ২টি, কুমিরা মহিলা কলেজ ১টি, কুমিরা মাধ্যমিক বিদ্যালয় ৬টি, পাঠকেলঘাটা হাইস্ক্যল ১টি ও তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় ১টিতে বিজয়ী হয়েছে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি উচ্চ আদালয়ের সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দীন, পলাশ কান্তি বিশ্বাস, পাইকগাছার কে কে আর মাধ্যমিক বিদ্যালয়ের আব্দুর রহমান, ব্রজেন কুমার। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি শিক্ষকগণ, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাষ বিশ্বাস, অফিস সহকারী ওসমান আলিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে ফল ঘোষণা করাসহ বক্তব্য প্রদান করেন বিচারকদের মধ্যে আব্দুর রহমান, গাজী মোমিন উদ্দিন ও প্রভাষ বিশ্বাদ। ফল ঘোষণার পুর্বে কেউ কথা রাখেনি কবিতা আবৃত্তি করেন প্রতিযোগী স্নেহা মন্ডল।