তালা মহিলা কলেজে ২০২২-২০২৩ শিক্ষা বর্ষে একাদশ শ্রেনির পাঠদান কর্মসূচির উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে তালা মহিলা কলেজের আয়োজনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সাথে কলেজের আইসিটি চার তলা ভবনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ১- (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
প্রভাষক গাজী আসাদুরজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি রেজাউল করিম, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, কলেজের প্রতিষ্ঠাতা এম এ কাশেম, (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুর রহমান, কলেজের (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ সাইফুল ইসলাম, সাবেক জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, সাসের পরিচালক শেখ ইমান আলী, শিক্ষক পরিষদের সেক্রেটারী তরুন কুমার সরকার, শিক্ষক প্রতিনিধি চিত্তরঞ্জন সেন সহ শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।