“গড়বে শিশু সোনার দেশ ছড়িয়ে দিয়ে আলোর রেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু অধিকার সপ্তাহ,২০২২ উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে বে-সরকারী সংস্থা উত্তরণের আয়োজনে ও দাতা সংস্থা এডুকো’র আর্থিক সহায়তায় শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে র্যালি, উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদউজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি এবং এডুকো বাংলাদেশ-এর প্রোগ্রাম ডেভলপমেন্ট ম্যানেজার মোঃ শাহিনুর ইসলাম। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,সহকারী শিক্ষা কর্মকর্তা,সাংবাদিক,ইউনিয়ন চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধাবৃন্দ। আরও উপস্থিত ছিলেন শিশু,শিক্ষক,অভিভাবক,শিশু সুরক্ষা কমিটির সদস্যসহ উত্তরণের এর কর্মকর্তাবৃন্দ।
বিশ^ শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে গাবুরা,বুড়িগোয়ালিনি,মুন্সিগঞ্জ ও কাশিমাড়ি ইউনিয়নের ৪ টি ব্রিজ স্কুলে শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা এবং শিশু ও অভিবাবকদের সাথে নিয়ে র্যালি,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও শান্তনা পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।