• ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের ৪ শিক্ষার্থী ঢাবিতে চান্স পেয়েছে

admin
প্রকাশিত জুলাই ৪, ২০২২, ১৩:৪২ অপরাহ্ণ
তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের ৪ শিক্ষার্থী ঢাবিতে চান্স পেয়েছে

তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী এ বছর ‘খ’ ইউনিট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। শিক্ষার্থীরা হলো তালা সদরের ডিএ ইদ্রিস আলীর ছেলে ডিএম সোহেল রানা, গোনালী গ্রামের মান্নান শেখের ছেলে মনিরুল শেখ, রায়পুর গ্রামের মনোরঞ্জন গোলদারের ছেলে জয় গোলদার এবং রহিমাবাদ গ্রামের সামছুর রহমানের ছেলে তাসনিম রুবাইয়াত।
এদিকে সোমবার (৪ জুলাই) সকালে কলেজের পক্ষ থেকে ঐ ৪ কৃতি শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপাধ্যক্ষ মহিবল্লাহ মোড়ল, সহকারী অধ্যাপক অচিন্ত্য সাহা এবং সহকারী অধ্যাপক লক্ষণ চন্দ্র রায়সহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ।
তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম বলেন, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কলেজের ৪ জন কৃতি ছাত্র সাফল্যের সহিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উর্ত্তীণ হয়েছে। তারা পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।