• ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

১০ হাজার টাকার গুজব : শিক্ষা প্রতিষ্ঠান ও কম্পিউটারের দোকানে ভিড় !

admin
প্রকাশিত মার্চ ৭, ২০২১, ১০:০৮ পূর্বাহ্ণ
১০ হাজার টাকার গুজব : শিক্ষা প্রতিষ্ঠান ও কম্পিউটারের দোকানে ভিড় !

শিক্ষার্থীদের ১০ হাজার টাকা অনুদান দেবে সরকার। এমন গুজবে কান দিয়ে নিবন্ধন করার জন্য নিজ নিজ প্রতিষ্ঠান থেকে প্রশংসাপত্র এবং মা বাবার আইডি কার্ড,জন্ম নিবন্ধন নিয়ে কম্পিউটারের দোকানে ভিড় করছে হাজার হাজার শিক্ষার্থী। অপেক্ষায় বেশ কয়েকজন শিক্ষার্থী।রবিবার (০৭ মার্চ) সকালে সাতক্ষীরার তালার খেশরায় এমন চিত্র দেখা গেছে।

দেখা যায়, শিক্ষার্থীরা ফরম পূরণে ব্যস্ত। কেউ সিরিয়ালের অপেক্ষায়। একই চিত্র খেশরার শাহাজাতপুর বাজারের সবগুলো কম্পিউটারের দোকানে। এই বিষয়ে শাহাজাতপুর ইউসুফস্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সিহাব হোসেন শুভ বলেন, সরকার নাকি ১০ হাজার টাকা অনুদান দেবে। সেই অনুদানের জন্য সবাই নিবন্ধন করছে দেখে আমিও এসেছি। কারা, কোথায় থেকে, কবে, কিসের অনুদান দেবে বা এর প্রক্রিয়া কিছুই জানি না।

কম্পিউটার অপারেটর শরিফুল ইসলাম বলেন, এ বিষয় সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। এতদিন আমরা এ বিষয়ে কিছু জানতাম না। গতকাল থেকেই নিবন্ধন করে দিচ্ছি। তবে নিবন্ধনের ফরম পূরণে শিক্ষার্থীর অভিভাবকের আয়ের তথ্য নিচ্ছে দেখে মনে হচ্ছে অসচ্ছল শিক্ষার্থীদের অনুদান দেয়া হবে।

শাহাজাতপুর ইউসুফস্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হক মোড়ল বলেন, সরকারি ভাবে আমাদের এমন কোন নির্দেশনা আসেনি।তবে শিক্ষার্থী প্রত্যায়ন চাইলে আমরা তো না বলতে পারি না। এজন্য তারা প্রত্যায়ন চাইলে আমরা শুধু প্রত্যায়নই দিচ্ছি।এর বেশি কিছু আমরা জানি না।

জানা যায়, মাউশি ১৮ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে অনুদানের জন্য মাউশির ওয়েবসাইটে আবেদন ফরমে আবেদন করতে বলা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে সবার জন্য সরকারি অনুদান দেওয়ার কথা বলা নেই। বলা আছে, শিক্ষাপ্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার, আসবাবপত্র ক্রয়সহ অন্যান্য উন্নয়ন কাজের জন্য, শিক্ষক-কর্মচারীরা তাদের দুরারোগ্য ব্যাধি ও দৈব দুর্ঘটনার সহায়তার জন্য এবং শিক্ষার্থী যারা দুরারোগ্য ব্যাধি, দৈব দুর্ঘটনা এবং শিক্ষাগ্রহণ কাজে ব্যয়ের জন্য আবেদন করতে পারবে। তবে শিক্ষার্থীদের এ বিশেষ অনুদান দেওয়ার ক্ষেত্রে দুঃস্থ, প্রতিবন্ধী, অসহায়, রোগাক্রান্ত, গরিব, মেধাবী, অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা রয়েছে।