সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট সমাজসেবক, শিল্প উদ্যোক্তা, রাজনীতিবিদ ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী খুলনার মাননীয় উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ এর শ্বশুর আলহাজ্ব এমএ জব্বার বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।
৭ এপ্রিল ২০২০ (মঙ্গলবার) সকাল ৯টা ২০ মিনিটে তিনি নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ৪ মেয়ে, ৩ পুত্র সন্তান ও নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী খুলনা পরিবার তাঁর আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। তাঁর মৃত্যুতে নর্দান পরিবারের সকল সদস্য গভীরভাবে শোকাহত।
তিনি ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত ৫ বছর অত্যান্ত সুনামের সাথে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।