• ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় অনার্স-মাস্টার্স পর্র্যায়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২১, ১৮:১৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় অনার্স-মাস্টার্স পর্র্যায়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

প্রচলিত জনবল কাঠামো সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজসমূহে অনার্স-মাস্টার্স পর্র্যায়ে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত এমপিওভুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স- মাস্টার্স শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলার শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়৷

সংগঠনের সাতক্ষীরা জেলার শাখার আবহায়ক আনারুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য পবিত্র কুমার মন্ডল,

আব্দুল হাকিম, সাজ্জাত হোসেন, অহিদুজ্জামান লাভলু, আব্দুল্লাহ আল মামুন, মাহবুবুর রহমান, আবু সাঈদ, আদিত্য কুমার, একরামুল কবির, সাবিনা খাতুন প্রমূখ।


মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে কর্মরত সাড়ে ৫ হাজার শিক্ষক মানবেতর জীবনযাপন করছে। দ্রুত এমপিওভুক্ত করা না হলে কর্মরত শিক্ষকদের পরিবারসমূহে অন্ধকার নেমে আসবে।

বক্তারা অনার্স-মাস্টার্স পর্র্যায়ে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত এমপিওভুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।