আজ || শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  সাবেক ছাত্রলীগ ক্যাডার দুর্নীতিবাজ সাইফুলকে জেলা প্রশাসক পদ থেকে প্রত্যাহারের দাবি       টানা তিন জয়ে শ্রীলঙ্কাকে সিরিজ হারাল বাংলাদেশ       মৃত দাদির জন্য খাটিয়া বহনকালে ট্রাকের ধাক্কা, নাতিসহ নিহত ৩       বিএসএফের গুলিতে নিহত জয়ন্তর মরদেহ ফেরত       গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ       পরিকল্পনা বদলে শেখ হাসিনা ও তার পরিবারকে ৬টি প্লট দেয় রাজউক       পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু    
 


শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে চাকরি মেলা অনুষ্ঠিত

উত্তরণ এর আয়োজনে দাতা সংস্থা এডুকো’র আর্থিক সহায়তায় (From work to school: education, training and protection for children in hazardous child labor in the coastal areas of Bangladesh.) প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত শিশুদের নিয়ে চাকুরি মেলা অনুষ্ঠিত হয়। সোমবার (৪ জুলাই ) সকালে উত্তরণের ভকেশনাল ট্রেনিং সেন্টারের পাশে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় মেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার,মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক,যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক,বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম ও মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা প্রমুখ। এ সময় উত্তরণ কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, পিয়াস বিশ^াস,অলোক পাল ও মোঃ আনিছুর রহমানসহ কাশিমাড়ী, বুড়িগোয়ালিনি, মুন্সিগঞ্জ ও গাবুরা ইউনিয়নের ট্রেনিং প্রাপ্ত শিশু,শিক্ষক,অভিভাবক,শিশু সুরক্ষা কমিটির সদস্য ও চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উক্ত চাকরি মেলায় ৫ জন ইঞ্জিন ম্যাকানিক ও ৫ জন টেইলরিং সপ এর মালিক উপস্থিত ছিলের। তারা টেইলরিং ও ডিজেল,পেট্রোল ম্যাকানিক এবং ইজিবাইক রিপিয়ারিং বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্ত ৫০ জন প্রশিক্ষনার্থীকে যাচাই বাছাইয়ের পর ৩০ জনের বায়োডাটা গ্রহণ করেছেন এবং তাদের কাজের সুযোগ প্রদান করার আশ্বাস প্রদান করেন। বাকি ২০ জনকেও কাজের সুযোগ দেওয়ার চেষ্টা করবেন বলে জানান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তার দপ্তরের মাধ্যমে ১৬ বছরের বেশী বয়সের নারীদের প্রশিক্ষনের মাধ্যমে সহজ শর্তের ঋণ সহায়তা প্রদানের ব্যবস্থা আছে বলে জানান। মেলার পর প্রশিক্ষণ প্রাপ্ত ৫০ জন প্রশিক্ষনার্থী সফলতার সাথে ৩ মাসের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের হাতে প্রশিক্ষণ সার্টিফিকেট তুলে দেন।


Top