• ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষা প্রতিষ্ঠান খুলতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২১, ১৭:০৩ অপরাহ্ণ
শিক্ষা প্রতিষ্ঠান খুলতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খোলার বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৪-৫ দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে জানালেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুর ইসলাম।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।

এর আগে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মন্ত্রিপরিষদের সভায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়কে এরই মধ্যে বসতে বলা হয়েছে। সেখানে সংশ্লিষ্ট এক্সপার্টসহ সবাইকে ডেকে নিয়ে বসে আলোচনা করতে বলা হয়েছে। কখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, কোন প্রক্রিয়ায় খোলা হবে তা নিয়ে আলোচনা করতে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। যাতে নিরাপত্তা ও শিক্ষা কার্যক্রম দুটোই নিশ্চিত করা যায়। তবে শিক্ষক এবং কর্মচারীদের আগে ভ্যাকসিন নিশ্চিত করতে হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান রেসিডেনশিয়াল তাদের সুরক্ষা আগে কীভাবে নিশ্চিত করা যায় সে বিষয়েও চিন্তা-ভাবনা করতে বলা হয়েছে।

আন্তঃমন্ত্রণালয় সভা কত দিন নাগাদ হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা এ সপ্তাহের শেষ নাগাদ না হলেও আগামী সপ্তাহের রবি অথবা সোমবার বসবো। সেখানে আমরা একটা প্রস্তাবনা তৈরি করবো। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ও আবাসিক হল খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। এর আগে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ প্রিভিউ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

এদিকে, আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে সরব হয়ে উঠেছে বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।