বিশেষ প্রতিনিধি।।
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ছিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ রেজাউল ইসলাম মাদ্রাসা পর্যায়ে শার্শা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
তিনি ১৯৯১ সালে কাজীর হাট হাইস্কুল থেকে এসএসসি,১৯৯৩ সালে কলারোয়া সরকারি কলেজ থেকে এইচএসসি ও ২০০১ সালে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সমাজ সেবামুলক কাজে তিনি নিয়োজিত রয়েছেন।
২০০৮ সালে তিনি কলারোয়া উপজেলার শ্রেষ্ঠ সাহিত্য সংগঠকের পুরস্কার অর্জন করেন।বর্তমানে তিনি কাজীরহাট সাহিত্য পরিষদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।সাহিত্য অঙ্গনে তার রয়েছে দীপ্ত পদচারণা। তিনি নিয়মিত ভাবে বিভিন্ন পত্র পত্রিকা ও ম্যাগাজিনে লেখালেখি করেন।
মোঃ রেজাউল ইসলাম কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের কাউরিয়া গ্রামের মৃত ইমান আলী ও মোছাঃ মোমেনা খাতুনের সন্তান। শার্শা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষকের স্বীকৃতি অর্জন করায় মাদ্রাসার অধ্যক্ষ,শিক্ষক শিক্ষিকা,অফিস স্টাফ, ছাত্রছাত্রী সহ তার এলাকাবাসী খুবই খুশী ও আনন্দিত হয়েছেন।তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।