• ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা; বিএল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২২, ১৪:২১ অপরাহ্ণ
যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা; বিএল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

রিয়াদ হোসেন || খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজের এম. এ শেষ পর্বের শিক্ষার্থী মোছাঃ মনিকা খানমকে যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ি লোকজন কতৃক নির্মমভাবে পিটিয়ে হত্যা করায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে সরকারি বিএল কলেজ মেইন গেটে কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ইমান মোল্লার পরিচালনায় এসময় কলেজের অনন্য বিভাগের শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্ত মানববন্ধনে দাঁড়ায়।

 

এসময় বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হেদায়েত হোসেন বলেন, ‘বিয়ের আগেই শুধু স্বামীর ধনসম্পদ না দেখে তার চরিত্র দেখতে হবে। যাতে বিয়ে পরবর্তী একজন স্বামী পরকীয়া কিংবা অন্য কোন কারনে স্ত্রীকে নির্যাতন না করে।’

এসময় বক্তব্য রাখেন এম.এ শেষ বর্ষের শিক্ষার্থী আরিফ বিল্লাহ। তিনি বলেন, ‘যুগের এই সময় এসেও কেন যৌতুকের কারনে কাউকে প্রাণ দিতে হবে। এখনও কেন যৌতুকের বলি হতে হবে একজন মাষ্টার্স পড়ুয়া শিক্ষার্থীকে আর আমাদেরকে কেন রাস্তায় নেমে মানববন্ধন করতে হবে? এসময় তিনি কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আবু হুরায়রা বলেন, ’আমাদের মা-বাবা একজন ছেলে-মেয়েকে অনেক কষ্টে মানুষ করে তোলেন। এরপর তার সুখের জন্য একজনের হাতে তুলে দেন। কিন্তু স্বামীর ঘরে সুখের পরিবর্তে মেয়েটিকে যখন মানসিক কষ্ট দিতে দিতে একটি সময় এসে তাকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয় তখন আর আমাদের কথা বলার জায়গা থাকে না। আমরা বাকরুদ্ধ হয়ে পড়ি৷ আজকের এ মানববন্ধন থেকে এই নরপশুর গ্রেফতার এবং দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।’