আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ       ড. ইউনূসের দুর্নীতি মামলা তুলে নেওয়া আইনসম্মত কি না, শুনানির নতুন তারিখ       আমি ও সালমান আন্দোলনের পক্ষে ছিলাম : আদালতে আনিসুল হক       পাইকগাছার ১৩ গ্রামের বেশিরভাগ কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে       ৩৫২ আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হচ্ছে       হজের প্রাথমিক নিবন্ধন শুরু পহেলা সেপ্টেম্বর       টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি, বাড়ছে খাদ্য সংকট    
 


মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

তালা উপজেলায় মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ আগস্ট সকালে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

কর্মসূচীর মধ্যে ছিল কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন, চিত্রাংকন, রচনা, কবিতা আবৃত্তি, কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতা, আলোচনা অনুষ্ঠান, পুূরস্কার বিতরণ ও মধ্যাহ্ন ভোজন। প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠান মালার সূচনা করেন কুমিরার ইউপি চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম, প্রধান শিক্ষক, এসএমসি ও পিটিএর সভাপতিদ্বয়। এসএমসি সভাপতি ডা.অনুপম রায়ের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক সূর্য্য পালের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম, এইউইও মোঃ ওবায়দুল্যাহিল আসলাম ও মোঃ আলমগীর হোসেন, সহ ইন্সট্রাক্টর সঞ্জয় কুমার রায়, ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, পিটিএ সভাপতি জয়ন্তী রানী ঘোষ, মৃজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, কমিটির সহ সভাপতি ফাল্গুনী হাজরা, সদস্য সুমিত্রা অধিকারী, সন্দীপ দাশ, শিক্ষক এস সুরাইয়া, অনুপ কুমার ঘোষ, রমা রানী, লুৎফুন নাহার, শামীমা নাসরীন, রায়হান শেখ প্রমুখ। পুরস্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

পরে সকলকে মধ্যাহ্ন ভোজনে আপ্যায়িত করা হয়। প্রধান অতিথি ও চেয়ারম্যান মহোদয় দেওয়াল পত্রিকা “প্রজাপতির ডানা” উদ্বোধন করেন।


Top