আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ       ড. ইউনূসের দুর্নীতি মামলা তুলে নেওয়া আইনসম্মত কি না, শুনানির নতুন তারিখ       আমি ও সালমান আন্দোলনের পক্ষে ছিলাম : আদালতে আনিসুল হক       পাইকগাছার ১৩ গ্রামের বেশিরভাগ কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে       ৩৫২ আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হচ্ছে       হজের প্রাথমিক নিবন্ধন শুরু পহেলা সেপ্টেম্বর       টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি, বাড়ছে খাদ্য সংকট    
 


তালার সমকাল হাই স্কুলে ইভটিজিং ও মাদক প্রতিরোধে পুলিশের সভা

রবিবার (২২ জানুয়ারি) বেলা ১১ টায় তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে বাল্যবিবাহ,ইভটিজিং,মাদক, জঙ্গীবাদ, মোবাইল ফোনের অপব্যবহার ও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশের সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম। অত্র বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতপুর ক্যাম্প ইনচার্জ এসআই অশোক কুমার তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন।
এ সময় তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক , সন্ত্রাস ,জঙ্গিবাদসহ নানা অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। এসব অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে। তবে ইদানিং স্কুল পড়ুয়া অনেক শিক্ষার্থী সংঘবদ্ধ হয়ে ইভটিজিং,মাদকসহ নানা অপকর্মের দিকে ধাপিত হচ্ছে। আমরা পুলিশের পক্ষ থেকে দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা করে যাচ্ছি।
তিনি আরও বলেন, শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও খেয়াল রাখতে হবে তাদের সন্তান যেন অপরাধপ্রবণ কর্মকান্ডে জড়িয়ে না পড়ে। এ বিষয়ে সকলের সচেতন থাকতে হবে।


Top