তালা উপজেলার মির্জাপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ হয়।
বিজয়ীরা হলেন ৫ম শ্রেনির হুমায়ারা জান্নাত ও রাজেশ কুমার ঘোষ, ৪র্থ শ্রেণির আলী হাসান ও তন্বী ধর এবং ৩য় শ্রেণির তৃষা দাশ, আরিয়ান হাসান নীরব ও অবায়দুল্যাহ সরদার। ৭টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করে ১১ জন প্রার্থী।
স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন পরিদর্শন করেছে উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায়, কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসেন, মৃজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, এসএমসির সভাপতি অনুপম রায়, পিটিএ সভাপতি জাকির হোসেন প্রমুখ।
পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এসএমসি পিটিএ ও এএমএফের সদস্যবৃন্দ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে পঞ্চম শ্রেণির ছাত্রী লামিয়া খাতুন ঐশী। তত্তাবধায়ক শিক্ষক তহমিনা খাতুন।
প্রধান শিক্ষক সূর্য্য পাল সহ সকল শিক্ষক সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করেন।