আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ       ড. ইউনূসের দুর্নীতি মামলা তুলে নেওয়া আইনসম্মত কি না, শুনানির নতুন তারিখ       আমি ও সালমান আন্দোলনের পক্ষে ছিলাম : আদালতে আনিসুল হক       পাইকগাছার ১৩ গ্রামের বেশিরভাগ কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে       ৩৫২ আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হচ্ছে       হজের প্রাথমিক নিবন্ধন শুরু পহেলা সেপ্টেম্বর       টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি, বাড়ছে খাদ্য সংকট    
 


তালার ইউএনওকে নিয়ে কবিতা লিখলেন,শারিরীক প্রতিবন্ধী লেওয়াজা

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনকে নিয়ে কবিতা লিখলেন শারিরীক প্রতিবন্ধী লেওয়াজা খাতুন (১৯)।

সে তালা সরকারী কলেজের অনার্স বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। শারিরীক প্রতিবন্ধী লেওয়াজা পাইকগাছা উপজেলার কাশিম নগর গ্রামের মোঃ বিল্লাল হোসেনের মেয়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নামে লেখা কবিতাটি সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকালে নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের হাতে তুলে দেন।

এসময় নির্বাহী কর্মকর্তা সন্তোষ প্রকাশ করে তাকে একটি প্লেট পুরস্কার দেন। নির্বাহী কর্মকর্তা জানান,শারিরীক প্রতিবন্ধী লেওয়াজা খাতুন যাতে সরকারী ভাবে সুযোগ-সুবিধা পাই সেই ব্যবস্থা করা হবে।

 কবিতাটি হুবহু তুলে ধরা হলো :
ইকবাল
উপজেলা নির্বাহী অফিসার
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আছে যার দৃঢ় মনোবল
নাম তার ইকবাল।
ঐ নামের ডাকে সাড়া দিয়েই-রাজপথে নামে জনতার ঢল
নামটি তার ইকবাল।
ছোট বেলার দেখা স্বপন
বড় হয়ে ধরবে দেশের হাল.
আজ তার স্বপর হয়েছে সফল
উপজেলা বাসী তার কাছ থেকে পাই সুফল।
মানুষের মাঝে থাকবে বেঁচে চিরকাল
মিষ্টি মধুর একটি নাম ইকবাল,
ঐ নামটি ধরে লক্ষ জনতার কোলাহল
যে ছেলেটি মুছে দেয় দুঃখীনি মায়ের চোখের জল।
সে শক্ত হাতে ধরছে তরবারী
নির্মুল করবেই আছে যত কালোবাজারি
থাকবে না আর কারোর আহাজারি।
এই ছেলেটির মত
হাজার ছেলের জন্ম হোক ঘরে ঘরে
দেশের নাম তুলে ধরুক বিশ্বের দরবারে।


Top