আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ       ড. ইউনূসের দুর্নীতি মামলা তুলে নেওয়া আইনসম্মত কি না, শুনানির নতুন তারিখ       আমি ও সালমান আন্দোলনের পক্ষে ছিলাম : আদালতে আনিসুল হক       পাইকগাছার ১৩ গ্রামের বেশিরভাগ কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে       ৩৫২ আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হচ্ছে       হজের প্রাথমিক নিবন্ধন শুরু পহেলা সেপ্টেম্বর       টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি, বাড়ছে খাদ্য সংকট    
 


তালায় প্রাথমিকের সহকারী শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

২৪ জুন (শনিবার) বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় তালা উপজেলা শাখার সহকারী শিক্ষক সমিতি (এস-১২০৬৮) নির্বাচন সুজনসাহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে মোঃ আবুল কাশেম সরদার ৬৬ ভোট পেয়ে সভাপতি, ইন্দ্রজিৎ গাইন ৫৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক এবং মোঃ আফজাল হোসেন ৬৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সকাল ৯ টায় থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। ১০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এদিকে অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে ৫৪ ভোট পেয়ে শেখ আসাদুল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫৪ ভোট পেয়ে মোঃ আবু সেলিম, মহিলা বিষয়ক সম্পাদক পদে ৫২ ভোট পেয়ে নিভা রানী মন্ডল, অর্থ সম্পাদক পদে ৬৬ ভোট পেয়ে মোঃ কামরুজ্জামান, দপ্তর সম্পাদক পদে ৫৬ ভোট পেয়ে মোঃ আলম রেজা, আইন বিষয়ক সম্পাদক মোঃ আয়ুব আলী ৫৬ ভোট, শিক্ষা ও সাহিত্য সম্পাদক শংকর কুমার ঢালী ৫৮ ভোট, সংস্কৃতি ও বিনোদন সম্পাদক দেবাশীষ সরকার ৬০ ভোট, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক মোঃ কলিমউদ্দিন সরদার ৫৯ ভোট, সমবায় ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ বিপ্লব হোহেন খাঁন ৫৫ ভোট, ক্রীড়া সম্পাদক মোঃ হাফিজুর রহমান ৫৪ ভোট এবং কাব স্কাউট সম্পাদক পদে আসমা খাতুন ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন।


নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ সিরাজুল ইসলাম হেলাল জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। ১০০ জন ভোটারের সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় তালা উপজেলা শাখার সহকারী শিক্ষক সমিতি (এস-১২০৬৮) নির্বাচনে ১৫টি পদের বিপরীতে দু’টি প্যানেলে ৩০ জন প্রাার্থী প্রতিদ্বন্বীতা করেন।

 


Top