• ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কেশবপুরে শিক্ষক আজাহারুল ইসলামের মৃত্যুতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির শোক

admin
প্রকাশিত মে ১১, ২০২০, ১৭:৪৫ অপরাহ্ণ
কেশবপুরে শিক্ষক আজাহারুল ইসলামের মৃত্যুতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির শোক

কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গাজী আজাহারুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

শোক বিবৃতি প্রদানকারীরা হলেন উপজেলা নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহ-সভাপতি (অর্থ) বাসুদেব সেনগুপ্ত, সহকারী সাধারণ সম্পাদক (সাধারণ) শাহাজাহান, সহকারী সাধারণ সম্পাদক (অর্থ) আশরাফুজ্জামান-সহ সমিতির নেতৃবৃন্দ।

শিক্ষক নেতৃবৃন্দ বলেন, গাজী আজাহারুল ইসলাম ছিলেন শিক্ষার্থী বান্ধব শিক্ষক। তাছাড়া তিনি কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে অবসরের পূর্ব পর্যন্ত সুনামের সহিত সহকারী সাধারণ সম্পাদক (সাধারণ)-এর দায়িত্ব পালন করেছিলেন।

উল্লেখ্য দেশের অবন্থা স্বাভাবিক হলে সমিতির আয়োজনে শিক্ষক গাজী আজাহারুল ইসলামের স্মরণ সভা ও দোয়া মাহফিল শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হবে।