আজ || শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  সাবেক ছাত্রলীগ ক্যাডার দুর্নীতিবাজ সাইফুলকে জেলা প্রশাসক পদ থেকে প্রত্যাহারের দাবি       টানা তিন জয়ে শ্রীলঙ্কাকে সিরিজ হারাল বাংলাদেশ       মৃত দাদির জন্য খাটিয়া বহনকালে ট্রাকের ধাক্কা, নাতিসহ নিহত ৩       বিএসএফের গুলিতে নিহত জয়ন্তর মরদেহ ফেরত       গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ       পরিকল্পনা বদলে শেখ হাসিনা ও তার পরিবারকে ৬টি প্লট দেয় রাজউক       পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু    
 


কেশবপুরে মটরসাইকেল-চালকসহ ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কেশবপুর প্রতিনিধি
সরকারী নির্দেশনা না মানায় কেশবপুরে মটরসাইকেল চালকসহ ৮ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানাদেশ প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসের পেশকার বিশ্বজিৎ রায় জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে প্রতিদিনের ন্যায় শনিবার সকালে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কেশবপুর বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করেন। এসময় সরকারী নির্দেশনা না মেনে কতিপয় অসাধু ব্যবসায়ী তাদের দোকান খোলা রেখে জনসমাগমের সৃষ্টি করার দায়ে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন।
জরিমানা প্রাপ্তরা হলেন-কেশবপুর শহরের চায়ের দোকান্দার আতিয়ারকে ৫শ, মঙ্গলকোট বাজারের কাপড় ব্যবসায়ী রবিউল ইসলামকে ৫শ, ইলেক্ট্রোনিক্সের দোকান্দার আক্তার হুসাইনকে ৫শ, আগরহাটি-ভাইনা বাজারের ইলেক্ট্রোনিক্সের দোকান্দার আফসার আলীকে ৫শ, কলাগাছি বাজারের ইলেক্ট্রোনিক্স দোকান্দার সোহেল রানা ১ হাজার, তৌহিদুজ্জামানকে ১ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া বাউশালা গ্রামের ইব্রাহিম হোসেনকে (মটরসাইকেল চালক) ২শ ও কুসুলদিয়া গ্রামের হাসানুজ্জামানকে (মটরসাইকেল চালক) ২শ টাকা জরিমানা করেন।


Top