• ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কেশবপুরে কৃষদের ধান কেটে সহযোগিত করলেন উপজেলা কৃষকলীগ ও পৌর ছাত্রলীগ

admin
প্রকাশিত মে ১১, ২০২০, ১৮:০৩ অপরাহ্ণ
কেশবপুরে কৃষদের ধান কেটে সহযোগিত করলেন উপজেলা কৃষকলীগ ও পৌর ছাত্রলীগ

কেশবপুর উপজেলা কৃষকলীগ নেতৃবৃন্দ করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে শ্রমিক সংকটে কৃষকের ধান কেটে সহযোগীতা করেন।

কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে শ্রমিক সংকটে উপজেলা কৃষকলীগ ও পৌর ছাত্রলীগ কৃষদের ধান কেটে সহযোগিত করেছেন।

সোমবার আলতাপোল গ্রামের কৃষক জালাল উদ্দীনের আলতাপোল মৌজায় ধান কাটার উদ্বোধন করেন যশোর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। ধান কেটে সহযোগিতা করেন উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, পৌর কৃষকলীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক বাবু প্রমুখ।

কেশবপুর পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দ কৃষকের ধান কেটে সহযোগীতা করেন।

অপরদিকে কেশবপুর পৌর ছাত্রলীগও কৃষকের ধান কেটে সহযোগিতা করেছেন। পৌর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামের নেতৃত্বে গতকাল ধান কাটায় অংশনেন সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইস্কেন্দার ইসলাম পারভেজ, কেশবপুর পৌর ছাত্রলীগের অন্যতম নেতা তাজিম হাসান খান, পৌর ছাত্রলীগের শামীম খান, মুন্না খান প্রমুখ।